• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এমসি কলেজের সেই শিক্ষার্থী এখন বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৪:৫৭
সিলেট প্রতিনিধি
প্রিন্ট

২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় এমসি কলেজ থেকে পাস করা ৩৩৭ শিক্ষার্থীর মধ্যে আসিফের নাম থাকলেও ছিল না ১৪৯ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তালিকায়। 'গণিতপাগল' এ তরুণ মেধাবী গণিত ও আইসিটিতে এ-প্লাস পেলেও বাকি পাঁচ বিষয়েই পেয়েছে এ গ্রেড। সবমিলিয়ে ৫ পয়েন্টের মধ্যে অর্জন ৪.৬৭।

তবে, এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সদ্য এইচএসসি পাস করা সেই শিক্ষার্থী আসিফ-ই-এলাহী এখন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের 'পিওর ম্যাথম্যাটিকসে' স্নাতকের শিক্ষার্থী।

২০১৭ সালের মার্চ মাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের পাশাপাশি কলেজ ও দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় সাফল্য দেখানো কৃতী শিক্ষার্থীদের সংবধর্না দিয়েছিলো এমসি কলেজ। ২০১৬ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়ায় সংবর্ধিত করা হয় কৃতী শিক্ষার্থী আসিফ ই এলাহীকেও। কলেজ প্রশাসনের দেয়া ক্রেস্ট হাতে নিয়ে ছয় মাস আগে অডিটোরিয়ামে উপস্থিতিদের জানিয়েছিলো নিজের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় এমআইটি, ক্যামব্রিজের মতো প্রতিষ্ঠানে নিজেকে নিয়ে যাওয়ার। স্বপ্নের কথা বলা শিক্ষার্থী এখন সেই বিশ্ববিখ্যাত ক্যামব্রিজের শিক্ষার্থী।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ২০০৫ সাল থেকে নিয়মিত অংশগ্রহন করা বাংলাদেশী খুদে গণিতবিদদের মধ্যে হংকংয়ে অনুষ্ঠিত ৫৭তম অলিম্পিয়াডে দেশের হয়ে এখন পর্যন্ত সর্ব্বোচ্চ ২৮ স্কোর ও ছয়টি সমস্যার মধ্যে সর্বাধিক চারটি সমস্যার সমাধান করার রেকর্ড রয়েছে আসিফ-ই-এলাহীর দখলে।

সদ্য এমসি কলেজ থেকে এইচএসসি পাস করা ক্যামব্রিজের এ শিক্ষার্থী ২০১৪ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ৫৫ তম আইএমওতে প্রথমবারের মতো অংশগ্রহন করে ৪২ এর মধ্যে ১৪ স্কোর করে 'অনারেবল মেনশন' অর্জন করে। ৫৬তম আইএমওতে ১৭ স্কোর করে ব্রোঞ্জ পদক অর্জন করে।

৫৭তম ও ৫৮ তম অলিম্পিয়াডে '১' নম্বরের জন্য স্বর্ণপদক হাতছাড়া হওয়া এ শিক্ষার্থী হংকংয়ে স্কোর করে ২৮ এবং এবারের ব্রাজিলে অনুষ্ঠিত অলিম্পিয়াডে ২৪ স্কোর করে রৌপ্যপদক অর্জন করে।

দেশে কিংবা বিদেশে এমসি কলেজের স্বপ্নবাজ মেধাবী তরুণদের সাফল্যে সবসময় উচ্চসিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মেধার বিকাশ করতে প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি কলেজের শিক্ষার্থীরা তাদের সাফল্য অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

সর্বাধিক পঠিত