• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশ যুগপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এই অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্যে স্কলারশিপের ব্যবস্থা করতে হবে : ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৯, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরতলীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশ যুগপূর্তি উদ্যাপন ও পুনর্মিলনী উপলক্ষে ঢাকাস্থ ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চার টায় এ সভা অনুষ্ঠিত হয়। উদ্যাপন কমিটির এ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান। বক্তব্যের শুরুতে তিনি বিদ্যালয়ে অধ্যয়নকালীন কিছু স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের দশ যুগপূর্তি উদ্যাপন উপলক্ষে তিনি বলেন, এ অনুষ্ঠানটিকে শুধু পুনর্মিলনীতে সীমাবদ্ধ না রেখে এখান থেকে ফান্ড তৈরি করে শিক্ষার্থীদের জন্যে স্কলারশিপের ব্যবস্থা করলেই অনুষ্ঠানটি সার্থক হবে। তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এছাড়াও নতুন প্রজন্ম এ বিদ্যালয় ও এলাকার ঐতিহ্য সম্পর্কে জানবে। এ অনুষ্ঠানকে সাফল্যম-িত করার লক্ষ্যে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান অধ্যক্ষ মোশারেফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন ছাত্র উদ্যাপন কমিটির সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদ উল্লাহ খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রেজারার মোমিন মজুমদার, প্রিমিয়াম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তপন মিয়া, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা তাপস চন্দ্র চক্রবর্তী, ওয়াসার প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন, সিস কম্পিউটার লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাসুম হোসেন, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত