• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২৩ বছরের তরুণীর ঘরে ১১ সন্তান, লক্ষ্য ১০৫

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ক্রিস্টিনার বয়স মাত্র ২৩ বছর, এর মধ্যেই ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সন্তানের ‘সেঞ্চুরি’ পূরণ করতে চান এ নারী। ক্রিস্টিনার স্বপ্ন- একসময় শতাধিক বাচ্চা খেলা করবে তার ঘরজুড়ে।

রুশ বংশোদ্ভূত ক্রিস্টিনা উজটার্ক ও তার স্বামী গালিপ উজটার্ক থাকেন জর্জিয়ায়। সেখানকার একটি বড় হোটেলের মালিক ক্রিস্টিনার স্বামী। অর্থাৎ এ দম্পতির অর্থের কোনো অভাব নেই।

তারা বাচ্চা খুব ভালোবাসেন। দুজনই চান, তাদের ঘরজুড়ে বাচ্চারা খেলা করে বেড়াক। সেই শখ পূরণে চেষ্টার কমতি রাখছেন না কেউই।

ফলে এখনই তাদের বাড়িটি দেখলে ‘শিশুআশ্রম’ ভেবে ভুল হতে পারে। গেলেই বাড়ির আনাচ-কানাচে খেলা করতে দেখা যাবে ছোট ছোট শিশুদের।

নিজেদের ১১ সন্তানের সবাইকে গর্ভে ধরেননি ক্রিস্টিনা। জর্জিয়ায় গর্ভ ভাড়া আইনসিদ্ধ। এ দম্পতির ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে ওই পদ্ধতিতে। অর্থাৎ গালিপের শুক্রাণু ব্যবহার করে অন্য কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছে তাদের সন্তান।

এদের মধ্যে শুধু একটি সন্তান জন্ম দিয়েছেন ক্রিস্টিনা। ছয় বছর আগে ভিকা নামে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সে-ই ক্রিস্টিনার গর্ভে ধারণ করা একমাত্র সন্তান।

সর্বাধিক পঠিত