• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সম্পর্কে ভাঙনের মধ্যে শুটিং, কাউকে বুঝতেও দেননি শাহিদ-কারিনা

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কারিনা কাপুর আর শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে একসময় বলিউডে কম গুঞ্জন ছিল না। তাদের সম্পর্ক ও বিচ্ছেন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। জাব উই মেটের শুটিং চলাকালে তাদের সম্পর্কে ভাঙন হলেও বিষয়টি ধরা পড়তে দেননি কেউই। নিজেদের সমস্যা কখনও সিনেমার সেটেও নিয়ে আসেননি তারা। ইমতিয়াজ দু’জনের এই পেশাদার আচরণের প্রশংসা করেছেন সাক্ষাৎকারে।

ইমতিয়াজ বলেন, সিনেমার শুটিং শেষ হওয়ার সময়ে ওরা সম্পর্কে ইতি টানে। পুরো সিনেমার শুটিংই প্রায় হয়ে গিয়েছিল। ওদের বিচ্ছেদের পরেও দু’দিন বাকি ছিল শুটিং-এর। আমাদের কাজটা শেষ করতেই হতো। কিন্তু ওরা সম্পূর্ণ পেশাদার ছিল। ওদের ব্যক্তিগত জীবনে কী চলছে, তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি সিনেমাতে।  

ইমতিয়াজ এও জানান যে, জাব উই মেটে গীত ও আদিত্য চরিত্রে তার প্রথম পছন্দ ছিল ববি দেওল ও প্রীতি জিনতা। কিন্তু ববি অন্য কাজে ব্যস্ত থাকায়, তা আর হয়নি। তখন শীর্ষ দুই চরিত্রের জন্য ইমতিয়াজ বেছে নেন শাহিদ ও কারিনাকে। সেই সময়ে শাহিদ ও কারিনার মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও ভালো ছিল না। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি সিনেমাতে। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা আর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ।

সর্বাধিক পঠিত