• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইসলামী ব্যাংক বিরামপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রুজি রোজগারে মানুষকে হারাম থেকে বাঁচাতে হবে : সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ০৯:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিরামপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল হযরত মাওলানা সাইয়েদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাজী জিএস তছলিম আহমেদ, ১২নং চরদুঃখিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল হুদা, মমতাজ উদ্দিন, লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দখিল মাদ্রাসার সুপার মাওঃ মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য মিজানুর রহমান।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোন অব হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমানের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বিরামপুর বাজার এজেন্ট ব্যাংকিংয়ের প্রোপ্রাইটর আবু জাফর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর বাজার মডেল স্কুলের সভাপতি মাওঃ গোলম মোস্তফা, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, ইসলামী ব্যাংক বিরামপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন, ব্যবসায়ী মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, তোফায়েল বেপারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে অনেক ব্যাংক থাকা সত্ত্বেও ইসলমী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক শরিয়ত ভিত্তিক চলার চেষ্টা করছে। আমার চাই ইসলামী ব্যাংক যে উদ্দেশ্যে কায়েম হয়েছে, মানুষের সাথে সে উদ্দেশ্য মাফিক লেন-দেন করুক। মানুষকে হারাম থেকে বাঁচাতে হবে। এ শাখার কাজে কর্মে লেনদেনে প্রমাণ করতে হবে অন্যান্য সুদী ব্যাংক থেকে এ ব্যাংক আলাদা। এলাকার মানুষও এ ব্যাংকে লেনদেন করার মাধ্যমে ইসলামী ব্যাংককে সহযোগিতা করতে হবে। এ শাখার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত