• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাজধানীতে জেএমবির নারী সদস্য গ্রেফতার

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির এক নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গ্রেফতার সাদিয়া আমিন চকবাজারের একটি কিন্ডার গার্ডেনের শিক্ষক।

সোমবার সন্ধ্যায় স্কুলের সামনে থেকে সাদিয়াকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, তার কাছে জঙ্গি সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। সাদিয়া জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় নারী সদস্য’ বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। গুলশান হামলায় জেএমবির এই অংশটি জড়িত ছিল বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে।