• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

করোনা ভাইরাস প্রতিরোধে বাহাদুর চেয়ারম্যান দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রকাশ:  ৩১ মার্চ ২০২০, ১৯:৫৮ | আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:৪২
ইউসুফ পাটোয়ারী লিংকনঃ চাঁদপুর পোষ্ট
প্রিন্ট

করোনা ভাইরাস প্রতিরোধে বাহাদুর চেয়ারম্যান দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ চাঁদপুর পোষ্ট

প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর-শাহরাস্তি, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো: জোবায়েদ কবির (বাহাদুর) এর উদ্যোগে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ঔষুধ স্প্রে করা, বাজারের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে ব্যবসায়ী/দোকানদারদের সতর্ক করাসহ, পরিষ্কার পরিচন্নতা, দ্রব্য মূল্য তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, আয়নাতলী বাজার, মোল্লা দর্জা, উঘারিয়া, সোনারগাঁ, খেড়িহর পূর্ব-পশ্চিম সহ বিভিন্ন স্থানে মনিটরিং করা হয়, খোলা ট্রি ষ্টোল বন্ধ করা হয়, দোকানের সামনে থেকে সকল প্রকার টুল/টেবিল/চেয়ার সরানো হয়, বাজারে/রাস্তায় আসা সাধারন জনগনকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়, মুখের মাক্স ছাড়া বের হওয়া জনসাধারণকে সচেতন করা সহ সামাজিক দুরুত্ব তৈরি করার বিষয়ে অনুমোদিত দোকানের সামনে রং দিয়ে গোল মার্ক করা আছে কিনা তা মনিটরিং করা হয় ও কয়েকটি বাড়িতে মা/বোন/ভাইদেরকে করোনা বিষয়ে সচেতন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষকসহ অন্যান্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন করোনা ভাইরাস সম্পর্কিত জেলা প্রশাসন কর্তৃক গঠিত ইউনিয়ন সার্চ কমিটির সদস্যবৃন্দ।

মো: জোবায়েদ কবির বাহাদুর চেয়ারম্যান চাঁদপুর পোষ্টকে বলেন বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসের সংক্রমিত রোগি শনাক্ত হয়েছে। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারন করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
 

 

সর্বাধিক পঠিত