• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে মেজর রফিক

যারা জনগণকে সেবা দিচ্ছেন তাদের পাশে সবসময় থাকবো

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের আয়োজনে শাহরাস্তি উপজেলার টামটা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, চিকিৎসাসেবা দেয়া একটি মহৎ কাজ। মানুষের চোখে আলো দেয়ার মতো এ কাজটি যাঁরা করছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই। আপনারা যাঁরা নাড়ির টানে এলাকায় এসে জনগণের মাঝে সেবা দিচ্ছেন আমি তাঁদের পাশে সবসময় থাকবো। আপনাদের সকল প্রকার সহযোগিতা করে যাবো। আজকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পরবর্তীতে চিকিৎসার প্রয়োজন হলে কী করবে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনারা সেবাগ্রহণকরীদের পূর্ণ চিকিৎসাসেবা প্রদান করবেন।
    গতকাল ২৭ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৯টায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাব উদ্দিন মজুমদারের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, চট্টগ্রামস্থ শাহরাস্তি সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, টামটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মোঃ জাকির হোসেন পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক।

 

সর্বাধিক পঠিত