• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মোবাইল থেরাপি ভ্যানে স্বাস্থ্যসেবা প্রদান

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিত্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, অটিজম, সেরিব্রল পলসি, স্ট্রোক ও প্যারাইলাইসিস রোগীদের সেবা প্রদানের উদ্দেশ্যে ৬ দিনব্যাপী মোবাইল থেরাপি ভ্যান-৩০-এর মাধ্যমে সেবা প্রদান শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা একেএম লোকমান হেকিম ও ফিজিওথেরাপিস্ট ডাঃ প্রীতিলাল সাহা। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সূত্র জানা গেছে, বুধবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, ২৩ ও ২৪ জুন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নয়ন পরিষদ কার্যালয়ের সামনে এবং আগামী ২৫ ও ২৬ জুন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এ থেরাপি ভ্যান সেবা প্রদান করবে।

 

সর্বাধিক পঠিত