• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নবাগত সার্জন হিসেবে ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর যোগদান

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার চিকিৎসা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা বা জেলার ২০তম সিভিল সার্জন হিসেবে ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ যোগদান করেছেন।
গতকাল ১৪ জুলাই সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।  গত ৮ জুলাই তাঁর পদোন্নতি প্রাপ্তির অর্ডার হলে বিদায়ী কমস্থলে সকল কিছু সম্পন্ন করে ৬ দিন পর নতুন কমস্থলে গতকাল যোগদান করেন।
ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ১৯৬৭ সালের ১ মে চট্টগ্রামের  সন্দ্বীপ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন। ঐ কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। সরকারি চাকুরি জীবনের প্রথম কর্মস্থল ছিলো নিজ জন্মস্থানের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি সেখানে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ইনডোর মেডিকেল অফিসারসহ বিভিন্নস্থানে কর্মরত ছিলেন। সবশেষ তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডাঃ ইসমত আরা চৌধুরানী পেশায় একজন চিকিৎসক। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। চাঁদপুর জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরতকালে তিনি সকলের সহযোগিতা ও দোয়া চান।

 

সর্বাধিক পঠিত