• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মৈশাদীতে কৃমি সপ্তাহ ও খুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৯, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও খুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৫০নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  কানিজ ফাতেমা।
৫০নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত করের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী খুদে ডাক্তার আবু সাইদের পরিচালনায় এ সময় উপজেলা স্বাস্থ্য পরির্দশক মনির হোসেন তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ফাতেমা আক্তার, সেলিনা আক্তার, লক্ষ্মণ চন্দ্র দাস, ৫ম শ্রেণির শিক্ষার্থী খুদে ডাক্তার সিদরাতুল মুনতাহা, মায়মুনা আক্তার তানিশাসহ শিক্ষকম-লী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল প্রাথমিক, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।

 

সর্বাধিক পঠিত