• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোগীর সঠিক সেবাপ্রাপ্তির বিষয়ে খেয়াল রাখতে হবে : সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৯, ২২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণের নারায়ণপুর বাজারে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। তিনি গতকাল ৯ অক্টোবর দুপুরে নারায়ণপুর বাজারে অবস্থিত বায়েজিত মেমোরিয়াল হাসপাতাল এবং নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টার পরিদর্শন করেন। তিনি হাসপাতালগুলোর বৈধ কাগজপত্র, রোগ নির্ণয়ের যন্ত্রাংশ, নিয়ম অনুযায়ী হাসপাতালের ডিউটি ডাক্তার (এমবিবিএস ডাক্তার) থাকা, ডিপ্লোমা নার্সসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সিভিল সার্জন জানান, একটি প্রাইভেট হাসপাতালে তিনজন এমবিবিএস ডাক্তার, ৬ জন ডিপ্লোমা নার্স থাকতে হবে। একই ডাক্তার অপারেশন এবং অ্যানস্থেশিয়া করতে পারবেন না। তবে মফস্বল হিসেবে একটি প্রাইভেট হাসাপাতালে তিনজন ডাক্তারের স্থলে যদি দুজন ডাক্তার থাকে এবং ছয়জন ডিপ্লোমা নার্সের স্থলে যদি চারজন ডিপ্লোমা নার্স থাকে তখন বিষয়টি আমরা বিবেচনা করে দেখবো। এর ব্যত্যয় ঘটলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবায় যেন কোনো রকম অবহেলা না ঘটে। রোগীর সঠিক সেবাপ্রাপ্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।

সর্বাধিক পঠিত