দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আ.লীগ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ১৮:৫১
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিমান বন্দরে গণসংবর্ধনা দেয়া হবে। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠন এবং দেশের জনগণের পক্ষে এ গণসংবর্ধনা দেয়া হবে।
ধানমন্ডিতে মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।