ইসির সংলাপে দলের অবস্থান জানানোর পূর্বে বৈঠকে আ.লীগ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৭
হাসিব বিল্লাহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশগ্রহণ করার পূর্বে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বৈঠকে বসছেন আজ বুধবার। বিকেলে ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, রাশেদুন্নবী সহ সিনিয়র নেতারা এ বৈঠকে বসবেন।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অবস্থান জানতে আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসার কথা রয়েছে দলটির।