• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিকে হত্যা করতে ভাড়াটে বাহিনী

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৪:০৬ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজীবকে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষের লোকজন এটি করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে। বুধবার রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। হত্যা চেষ্টা অভিযোগের পরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।

ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজীব অভিযোগ করেন, দিনের কাজ শেষে প্রায় রাতে বন্ধু সাগরকে নিয়ে ঢাকা থেকে রূপগঞ্জের মাসুমাবাদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন। এরপর তিনি নিজের বাসায় চলে যান। ওই রাতে সাগর ঢাকায় আসেননি। তিনি একা বাড়িতে ছিলেন। এ সময় তার বাড়ির সামনে প্রায় ১০ জন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান নেয়।

এ পরিস্থিতিতে সাগরের ছোটভাই ও আশপাশের লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে রাসেল নামে একজনকে আটক করে এলাকাবাসী। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল জানায়, তাদের মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সজিবকে মারার জন্য পাঠিয়েছেন। এর কিছুক্ষণের মধ্যেই একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেলে ডিবি পুলিশের পোশাকধারী কয়েকজন লোক রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে জানা গেছে, তারা ভুয়া ডিবি।

 

সর্বাধিক পঠিত