• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘পূজায় মন্দিরে যাওয়া প্রমাণ করে প্রধান বিচারপতি গৃহবন্দী নন’

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ২১:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভিসার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাওয়া এবং পূজার জন্য মন্দিরে যাওয়ার মাধ্যমে প্রমাণ হয় প্রধান বিচারপতি গৃহবন্দী নন।

শুক্রবার বিকেলে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতির ময়দানে দিশেহারা হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি নেতারা।

কাদের আরো বলেন, প্রধান বিচারপতি সঙ্গে অনেকেই দেখা করেছেন। মির্জা ফখরুল ইসলাম ও মওদুদ সাহেব দেখা করতে যান, তারা বিচারপতি সঙ্গে কথা বলে দেখা করুক। সরকার কোথায় বাঁধা দেয় আমরা দেখবো। ‘জাল’ শব্দটা তার জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মওদুদ আহমেদের মুখে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল বা ভুয়া এটা ভূতের মুখে রাম রাম।

সর্বাধিক পঠিত