• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ হ‌া‌সিনার ব্যর্থতায় রো‌হিঙ্গারা দে‌শে ঢু‌কে‌ছে: দুদু

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, আজ‌কে সরকা‌রের পা‌শে চীন নাই, রাশিয়া নাই, বি‌শ্বের কোনো দেশ সরকা‌রের পা‌শে নাই। রো‌হিঙ্গারা এম‌নি এম‌নি এ দেশে আসে‌নি। শেখ হ‌া‌সিনার ব্যর্থতায় রো‌হিঙ্গারা আমা‌দের দে‌শে ঢু‌কে‌ছে।

রোববার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে ‘দেশ নি‌য়ে গভীর ষড়যন্ত্র ও রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে নেওয়া’র দা‌বি‌তে আয়োজিত এক মানববন্ধ‌নে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। ‘ঘু‌রে দাঁড়াও বাংলা‌দেশ’ না‌মে একটি সংগঠন এ আ‌য়োজন ক‌রে।

বিএনপি নেতা বলেন, য‌দি ভা‌লো কাজ করার ইচ্ছা থা‌কে, ত‌বে আসুন, স্বচ্ছ গ্রহণ‌যোগ্য নির্বাচন দিন, মানু‌ষের মুখে খাবার তু‌লে দিন, দুর্নীতির টাকা ফেরত আনুন। তাহ‌লে আপনা‌কে আওয়ামী লী‌গের সংবর্ধনা দেওয়া লাগ‌বে না, দে‌শের মানুষই সংবর্ধনা দেবে।

শামসুজ্জামান দুদু আরো ব‌লেন, আজ‌কে আমা‌দের বয়স হ‌য়ে‌ছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কিছুই বু‌ঝি না। সরকা‌রের অবস্থাও‌ হ‌য়ে‌ছে সে রকম, ভা‌লো-মন্দ বো‌ঝে না। আজকে এমন কোনো ব্যাংক নেই‌ যেটা লুট হয়‌নি, প্রধান বিচারপতি এস কে সিনহার ম‌তো প্রতি‌টি লোক ভ‌য়ে কথা বলা বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। প্রধান বিচারপ‌তির ম‌তো লোক নিরাপত্তার অভা‌বে দেশ ছাড়‌তে হ‌বে, সে দে‌শে আর থাক‌ল কী? আমরা বিচা‌রের জন্য যাই আদাল‌তে, সেখা‌নেই এই অবস্থা!

‘গণতা‌ন্ত্রিকভা‌বে লড়াই কর‌তে হ‌বে, সাম‌রিক শাসন চাই না’ এমন মন্তব্য করে বিএনপির এই নেতা আরো বলেন, সব সাম‌রিক শাসন সমর্থন ক‌রে‌ছেন শেখ হা‌সিনা। ১৯৮২ সা‌লে, ১৯৯৬ সা‌লে, ২০০৬ সা‌লে সাম‌রিক শাসন‌কে শুধু সমর্থনই না, তা‌দের সমস্ত কার্যক্রম‌কেই সমর্থন ক‌রে‌ছিল। সেই ৭১ সা‌লে যু‌দ্ধের সময় আওয়ামী লীগ পা‌লি‌য়ে‌ছিল। এখন আর পালা‌নোর সু‌যোগই পা‌বেন না। সেই সময় জিয়াউর রহমান যুদ্ধ ক‌রে দেশ স্বাধীন ক‌রে‌ছিল। আগামী নির্বাচন হ‌বে গণতা‌ন্ত্রিকভা‌বে, ২০ দলীয় জো‌টের নির্বাচন।

এ সময় শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র সমা‌লোচনা ক‌রে বলেন, সংবর্ধনার না‌মে আপ‌নি কাল‌কে ঢাকা শহ‌রে মানু‌ষের যে দুর্ভোগ সৃষ্টি ক‌রে‌ছেন, তা ইতিহা‌সে কল‌ঙ্কের চিহ্ন হি‌সে‌বে থাক‌বে।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন ‘ঘু‌রে দাঁড়াও বাংলা‌দে‌শের’ সভাপ‌তি কা‌দের সি‌দ্দিকী, বিএন‌পির কার্যনির্বাহী কমিটির সহসাংগঠ‌নিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তথ্য ও গ‌বেষণা সম্পাদক কা‌দের গ‌ণি চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আবু না‌সের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সর্বাধিক পঠিত