• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাপার সঙ্গে সংলাপে ইসি

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১১:২৮ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে জাপার সঙ্গে এ সংলাপ হচ্ছে।

এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে বলে জানা গেছে। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন কমিশন।

আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি।

সর্বাধিক পঠিত