• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর-হাইমচরে ২শ’ কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে নদী সংরক্ষণ কাজ

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মেঘনা নদীর ভাঙ্গন রোধে চাঁদপুর সদরের হরিণা ফেরীঘাট ও হাইমচর উপজেলার চরভৈরবী কাটাখালী বাজার নদী সংরক্ষণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর পওর বিভাগের তত্ত্বাবধায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনটি ভাগে এই কাজের মধ্যে বর্তমানে উল্লেখিত এলাকার নদীতীরে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এরপরেই দ্বিতীয়ভাগে সিসি ব্লক ডাম্পিং এবং সর্বশেষ নদীতীরে সিসি ব্লক প্লেজ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের সূত্রে জানা যায়, নদী ভাঙ্গন থেকে চাঁদপুর-হাইমচর রক্ষায় ১শ’ ৯০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরমধ্যে চাঁদপুর সদরের হরিণা ফেরীঘাট ও তৎসংলগ্ন এলাকায় ৯শ’ ৩০ মিটার এবং হাইমচর উপজেলার চরভৈরবী কাটাখালী বাজার সংলগ্ন ৮শ’ ৬০ মিটার নদী এলাকা রয়েছে। এই প্রকল্পের মেয়াদ আগামী ২০২০ সালের জুন মাস। তবে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, নির্ধারিত অর্থবছরের আগেই কাজ শেষ করা সম্ভব হবে। বর্তমানে এর প্রায় ৩০ ভাগ কাজ শেষ হয়েছে।
    ৯ মার্চ দুপুরে নিয়মিত তদারকির অংশ হিসেবে সংরক্ষণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান। তিনি জানান, আমরা চেষ্টা করছি এই বছরের মধ্যেই চাঁদপুর সদরের হরিণাঘাটের ব্লক প্লেজ শেষ করতে। ইতিমধ্যেই এখানের ব্লক বানানোর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
    চাঁদপুর পওর বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা নিয়মিত সরেজমিনে থেকে কাজের তদারকি করছি। ঠিকাদার প্রতিষ্ঠান থেকে শতভাগ মানসম্মত কাজ আদায় করে নিচ্ছি।
    এই বিভাগের আরেক সহকারী প্রকৌশলী মোঃ আসিফ মাহমুদ বলেন, ডাম্পিং করা প্রতিটি জিও ব্যাগ, বালু ও ব্লকের গুণগত মান নিশ্চিতে কাজ করে যাচ্ছি।