• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রথম নির্বাচনেই বাজিমাৎ

বিশাল ভোটের ব্যবধানে ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান হলেন রোমান

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৩:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চমক দেখালেন তারুণ্যের প্রতীক অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশাল ভোটের ব্যবধানে আকাশছোঁয়া জয় পেয়েছেন তিনি। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে নৌকা প্রতীকে তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রাপ্ত ভোট হচ্ছে ১ লাখ ৪৬ হাজার ৪৩, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার (আনারস) প্রাপ্ত ভোট ৩ হাজার ১শ’ ৫৩। এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী এনপিপির আবদুল গনি পেয়েছেন ৬শ’ ভোট। এ নির্বাচনে শতকরা ৫৫% ভোট কাস্ট হয়েছে।
    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের কৃতী সন্তান, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সর্বকনিষ্ট ছেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান এই প্রথম কোনো সাধারণ নির্বাচনে অংশ নিয়ে প্রথমেই তিনি বাজিমাৎ করলেন। তাঁর বাবা যেমন স্বাধীন বাংলার সৃষ্টিতে ভূমিকাসহ জনপ্রতিনিধি হয়ে জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেছেন, তেমনি পিতার পদাঙ্ক অনুসরণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে তার সে পথচলা শুরু হয়েছে।
   

সর্বাধিক পঠিত