• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০১৯, ১৬:৪০ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৪:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমান তরুণ প্রজন্ম আমাদের এবং বাংলাদেশের ভবিষ্যত। দেশের জনসংখ্যার বেশির ভাগই হলো তরুণ। এই তরুণ প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না।’

আজ শনিবার কুমিল্লা টাউনহল বীরচন্দ্র মিলনায়তনে প্রায় পাঁচশ’ তরুণ উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ইয়াং এন্ট্রাপ্রেনার সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের তরুণদের দেশ ও পৃথিবী সম্পর্কে জানতে ও শিখতে হবে। তার মধ্যে যা কিছু ভালো এবং কল্যাণকর সেই দিকগুলো আমরা গ্রহণ করবো, আর খারাপগুলোকে পরিত্যাগ করবো। ধূমপান ও মাদককে ত্যাগ করতে হবে তরুণ প্রজন্মকে। মাদক শুধু ত্যাগ নয়, প্রতিহতও করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম অস্প্রদায়িক ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে যাচ্ছি। আজ বর্তমান বাংলাদেশে দারিদ্রতা ও বৈষম্য নেই। আমরা সব জাতির মানুষ মিলে মিশে বাস করছি।’

ইয়াং এন্ট্রাপ্রেনায়ার সামিটের সভাপতি ডা. আতাউর রহমান জসিমের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়েল উপাচার্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। সুত্রঃজনকন্ঠ