• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আল আমিন একাডেমীর দশম শ্রেনীর ছাত্রের ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ:  ০১ মার্চ ২০২০, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের আল আমিন একাডেমীর দশম শ্রেনীর ছাত্র তাকি রায়হান রাহি নামের স্কুল ছাত্রের ব্যাগ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্বার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারিÑ দুপুরে চাঁদপুর প্রেসক্লাব ঘাটের ডাকাতিয়া নদীর পাড় থেকে এ অস্ত্র গুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র তাকি রায়হান রাহি নামের স্কুল ছাত্রের ব্যাগটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেলে এর ভেতরে থেকে ২টি দেশীয় অস্ত্র করা হয়। এছাড়া ব্যাগের ভেতরে খাতা ও বই পাওয়া যায়। খাতায় তাকি রায়হান রাহিরর নাম পাওয়া যায়।

চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বসির আহমেদ জানায়, প্রেসক্লাব ঘাটে কিছু যুবক মেয়েদের সাথে ইভটিজিং করছে বলে কয়েকজন পথচারি জানায়। পরে আমি ও সংঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে আসলে সংঘবদ্ধ যুবকরা পালিয়ে যায়। আর পাশের ঝোপ থেকে ব্যাগ ও দেশীয় অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, আমরা এই ছাত্রকে ঢেকে এনে জিজ্ঞাসাবাদ করব। যদি সে কোন তথ্য না দেয় তাহলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অভিভাবকরা নজরদারি না করলে তাদের ছেলে-মেয়েরা ধ্বংসের পথে ধাবিত হবে।

সর্বাধিক পঠিত