• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ইটভাটা বন্ধ করলো মোবাইল কোর্ট

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নন্থ কালিপুরের অভিযান চালিয়ে নাজির আহমেদ ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা বন্ধ করা হয়েছে। এ সময় ইট উৎপাদনের কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে সেজন্যে আগুনের বার্নার পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, কারো সাথে আমাদের কোনো শত্রুতা নেই। সরকারি নির্দেশনা পালন করার জন্যেই আমাকে এই কাজ করতে হয়েছে। সরকারি নির্দেশনা পালন করার লক্ষ্যে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত