• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাহেববাজারে ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেবাজারে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাহেববাজার ফ্রেন্ডস ব্রিকস ম্যানুফ্যাকচার্স ফিল্ডের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত নদী বা পতিত জায়গা থেকে ইট তৈরির জন্য মাটি কাটায়, ৫০ ভাগ হলো ব্রিকস উৎপাদন না থাকায় এবং কাঁচামাল পরিবহনে গ্রামীণ রাস্তায় অবৈধ ট্রাক্টর ব্যবহার করায় ৫(২) ও ৫(৩) ধারায় উপরোক্ত অর্থদ- করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের ইন্সপেক্টর উত্তম  কুমার ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্য।

সর্বাধিক পঠিত