• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাসাস চাঁদপুর জেলা শাখার কর্মীসভায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নায়ক হেলাল খান

গণতন্ত্র পুনরুদ্ধারে সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা মানুষকে জাগ্রত করবো

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) চাঁদপুর জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মুনিরা ভবনের হলরুমে জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নায়ক হেলাল খান।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে জাসাসকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হাজার বছরের ঐতিহ্য নিজেদের সংস্কৃতিকে লালন করে তা বহির্বিশ্বে ছড়িয়ে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাসাস গঠন করেছিলেন।
তিনি বলেন, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তারা জানে বিএনপি জনগণের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা আমাদের গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। তা ফিরিয়ে আনার জন্যে সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা মানুষকে জাগ্রত করবো। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মাঠে পথে-ঘাটে যেখানেই যাবো পথনাটক গান কবিতা নিয়ে মানুষকে জাগ্রত করবো।
হেলাল খান আরো বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতির একটি বড় অংশ হলো চলচ্চিত্র। আজকে দেখছি চাঁদপুরে কোনো প্রেক্ষাগৃহ নেই, সবই বন্ধ। আমাদের চলচ্চিত্র, নাটক, গান, কবিতা দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী দিনে আমরা আমাদের কর্মকা-ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যাব।
তিনি বলেন, সবাইকে একত্রিত হয়ে চাঁদপুরে জাসাসের সুন্দর একটি কমিটি করা হবে, সেই কমিটিতে আমরা হাত দেব না। আমরা চাই যোগ্য নেতৃত্ব। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন সানু, মনিরুল ইসলাম পাটওয়ারী, মাসুদুর রহমান টিপু, এনামুল হক জুয়েল ও আহসান হাবীব।
জাসাস চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতনের সভাপতিত্বে ও জাসাস নেতা এমদাদুল হক মিলনের পরিচালনায় জেলা জাসাস নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কামরুল ইসলাম জগলু, কাজী মইনুল হক জীবন, মোবারক সিকদার ও সোয়েব মোঃ কলিম।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ জাসাসের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দ ।

সর্বাধিক পঠিত