• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পৌর মেয়রের শুভেচ্ছা

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুর পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। এক শুভেচ্ছাবার্তায় মেয়র বলেন, রক্ত¯œাত অমর একুশে ফেব্রুয়ারি আজ। বাঙালি জাতির শোকের ও গৌরবের দিন। রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত শহীদ দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি আজ শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর প্রায় দুইশ’টি দেশে আজ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কিন্তু বাংলাদেশের কাছে এর আবেদন অন্যরকম। রক্ত¯œানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন।
সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন আজ। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্যে এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যেই জাতি আজ শ্রদ্ধাভরে সেসব শহীদকে স্মরণ করছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা-ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের শ্রতি শ্রদ্ধা জানিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হয়ে আসছে।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাসহ বিশ্বের সব ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি সেই রক্ত¯œাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়।’

অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল
মেয়র, চাঁদপুর পৌরসভা।

সর্বাধিক পঠিত