• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিষিদ্ধ সময়েও বন্ধ হচ্ছে না জাটকা ও ইলিশ নিধন...

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


ক’দিন আগে জনপ্রতি জেলেরা ৭৫ থেকে ৮০ কেজি করে চাল পেলো। কথা ছিলো সরকারি নিষিদ্ধ সময়ে তারা আইন অমান্য করে নদীতে যাবে না। কিন্তু কে শোনে কার কথা। মুষ্টিমেয় কিছু জেলে নদীতে যাচ্ছে এবং জাটকা ও ইলিশ নিধন করছে। তাদের সেই জাটকা মাছ সকালে গ্রামে গ্রামে এমনকি শহরের পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করা হচ্ছে। মাঝারি সাইজের ইলিশ ৪-৫শ’ টাকা কেজি আর জাটকা ২০০ টাকায় বিক্রি করা হয়।
নদী তীরবর্তী প্রতিটি ঘাট এলাকা থেকে এ মাছগুলো সংগ্রহ করে বিক্রেতারা। লোভী কিছু জেলে সরকারের আইন মানছে না। তাদের খোঁজ-খবর নিয়ে অভিযান জোরদার করা দরকার বলে সচেতন মহল মনে করছেন। চাঁদপুর শহরে এভাবেই ইলিশ বিক্রি হচ্ছে এখন। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

সর্বাধিক পঠিত