• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিখোঁজের ১৩ দিন পর হান্নানের লাশ মিললো যশোরে

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী হান্নান মৃধা (৩৭) নিখোঁজের ১৩ দিন পর তার লাশ যশোর বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। অপহরণকারীদের মুক্তিপণের টাকা দিয়েও হান্নানকে জীবিত ফিরে পাননি তার বৃদ্ধ পিতা-মাতা।
পরিবারের সদস্যরা জানায়, রোববার ১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্তাবস্থায় উদ্ধার করেছে। পরে তারা চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১টায় হান্নানের লাশ আনতে পরিবারের সদস্যরা যশোরের উদ্দেশ্যে রওনা দেয়।
হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ির আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
নিহতের পরিবারের সদস্য রুবেল জানান, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তার শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে শিশু পুত্র সন্তানকে দেখতে যান। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
হান্নানের পরিবারের লোকজন জানায়, ৭ মার্চ রাত ৩টায় বেনাপোল থেকে অচেনা ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয়-স্বজনরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সাথে কথা বলতে বললে হান্নান কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, ভাই আমাকে বাঁচান। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে ৫০ হাজার টাকা পরিবাবের পক্ষ থেকে বিকাশ করা হয় বলে জানা যায়।
এদিকে হান্নান হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে বিষ্ণুদী এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
হান্নান অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত