• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক অ্যাডঃ জিশান ও সচিব কামরুল ইসলাম

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১০:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির স্বাক্ষরে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের সুপারিশে অ্যাডঃ জিশান আহাম্মেদ রিপন (মতলব উত্তর)কে আহ্বায়ক এবং মোঃ কামরুল ইসলাম (চাঁদপুর সদর)কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণার সংবাদটি ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীরা এ কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করে। আর দীর্ঘ প্রায় ২০ বছর পর চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
কমিটির অন্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক প্রভাষক খন্দকার সামছুল আলম সুজন (শাহরাস্তি), সাইফুল ইসলাম (ফরিদগঞ্জ), খাজা আহমেদ (হাইমচর), আক্তার হোসেন (কচুয়া), সাগর মিয়া (চাঁদপুর পৌরসভা), আবু তাহের বেপারী (বালিয়া, চাঁদপুর সদর), মামুন হোসেন (ফরিদগঞ্জ), মামুন (চাঁদপুর পৌরসভা), আঃ মতিন মিয়া (চাঁদপুর পৌরসভা), সদস্য আলমগীর হােসেন (ফরিদগঞ্জ), জাকির হোসেন দুলাল (ফরিদগঞ্জ), ছানা উল্যাহ (ফরিদগঞ্জ), রাজিব কুমার দাস (চাঁদপুর সদর), সেলিম শেখ (চাঁদপুর সদর), খোরশেদ আলম (বালিয়া, চাঁদপুর সদর), রিফাজ শেখ (চাঁদপুর সদর), মোঃ কাইয়ুম (মতলব উত্তর), তানভীর আহম্মেদ (মতলব উত্তর), শহীদ সারওয়ার সুষম (মতলব উত্তর), আজাহারুল ইসলাম মুফতি (মতলব উত্তর), ইব্রাহিম খলিল (মতলব উত্তর), সুফিয়ান (মতলব উত্তর), শরীফ পাটওয়ারী বাবু (চাঁদপুর সদর), মনির হোসেন (বি.টি. রোড চাঁদপুর), জাহেদ আলী (১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), আলী মুন্সী (২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), গিয়াস উদ্দিন বেপারী (২নং ওয়ার্ড চাঁদপুর), জামাল হোসেন (২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), সোহাগ (৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), সেলিম বেপারী (৬নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), ছলেমান (৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), মুজাম্মেল (৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), মনির হাওলাদার (৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা), এরশাদ পাটোয়ারী (হাইমচর), দুলাল প্রধান (মিঠু) (মতলব দঃ), রুহুল আমিন সরকার (মতলব দঃ), জীবন মিয়াজী (মতলব দঃ), মোকসেদ আলী মিয়াজী (মতলব দঃ), রিপন সরকার (মতলব দঃ), তানভীর আহমেদ ফারুকী (চাঁদপুর সদর, চান্দ্রা), হুমায়ুন কবির (কচুয়া), মোঃ বাবুল মিয়া (কচুয়া) ও মোঃ মামুন মিয়া (কচুয়া)।

সর্বাধিক পঠিত