• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে

জেলা পরিষদের বই পড়া ও আলোচনা সভা

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বই পড়া অনুষ্ঠিত হয়। গত ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি শিশু শিক্ষার্থীদের পড়তে দেয়া হয়। পরে বইটি শিক্ষার্থীরা কতটুকু মনযোগ সহকারে পড়েছে তার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। তিনি বলেন, জাতির পিতার জন্ম যদি না হতো তাহলে বাঙালি জাতি স্বাধীন হতো না। হতো না ৭ মার্চ, ৭১-এর স্বাধীনতা, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ। বঙ্গবন্ধু  বলেছিলেন, আমি মানুষকে ভালোবাসি বাংলার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মুক্তিযুদ্ধ দেখ নাই, হাজার বছরেও মুক্তিযুদ্ধ দেখবে না, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় তোমরা জ্ঞানে পারদর্শী হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব,  মতলব উত্তর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সদস্য অ্যাডঃ জসিম পাটওয়ারী, সাংবাদিক রহিম বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ খান বাবুসহ ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা। আলোচনা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।