• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাগাদী ইউপিতে জাতির পিতার জন্মবার্ষিকী পালন

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি সচিব শহীদ আলম পাটোয়ারী ও হিসাব সহকারী নুর নবীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক গাজী, পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মকবুল হোসেন, ভাইস প্রিন্সিপাল ও বাগাদী  ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসেন হিরু, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জাকির খান, মোঃ মনির গাজী, মোশাররফ হোসেন, ইলিয়াস খান, মোঃ দুদু গাজী, ইউপি সদস্যা শাহানারা বেগম, আয়েশা বেগম, সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা আক্তার, নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতœা রাণী ঘোষ, নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগম, ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার লোকজন।
দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত