• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মোঃ মিজানুর রহমান

যোগ্য নেতৃত্ব তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রকাশ:  ২১ মার্চ ২০২২, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। গত শুক্রবার বিকেলে জহিরাবাদ ইউনিয়নে মিজানুর রহমানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের আওয়ামী লীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। তাঁর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের সমস্ত নেতা-কর্মী একত্রিত হয়ে কাজ করতে হবে। সামনে আসছে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। যোগ্য নেতৃত্ব তৈরি করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় শক্তিশালী কমিটি গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই আমরা সেভাবেই কাজ করে যাবো।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জায়গায় সব ধরনের উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় মতলবে সকল উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বানচাল করতে একটি গোষ্ঠী পাঁয়তারা করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, জহিরাবাদ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফরাজীকান্দি ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মোঃ খোকন, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সরকার, মোঃ রফিক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কেরামত হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এমএম মনির হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রানা, যুবলীগ নেতা লিটন ছৈয়াল, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মোঃ খালেক, সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল-আমিন দেওয়ান, ছেঙ্গারচর পৌর যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, শহিদ উল্লাহ মল্লিক, ছাত্রলীগ নেতা রাজিব মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত