• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্রীয় নেতার আগমনে প্রস্তুতি সভা

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 অবশেষে চাঁদপুর জেলা বিএনপির দীর্ঘদিনের আহ্বায়ক কমিটির অবসান হতে যাচ্ছে। সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২। ৩১ মার্চ এ সম্মেলন হওয়ার কথা ছিলো। কেন্দ্রীয়ভাবে তা একদিন পিছিয়ে ২ এপ্রিল তারিখ চূড়ান্ত করা হয়। এ উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সম্মেলন পূর্ববর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানীত সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
বিএনপি নেতা এমএ হান্নান, অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, জসিম উদ্দীন খান বাবুল, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, শরীফ মুহাম্মদ ইউনুছ, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, আফজাল হোসেনসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কগণ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এদিন কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়ার চাঁদপুর আগমন উপলক্ষে তাকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে স্বাগত জানানো হয়। নতুন করে সম্মেলনের জন্যে তারিখ নির্ধারণ হওয়ায় এখন সরগরম বিএনপির স্থানীয় রাজনীতি। নেতা-কর্মীদের অধিকাংশ জেলা বিএনপির দুর্দিনের কা-ারি ও কারানির্যাতিত দলের পরীক্ষিত ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে জেলার সভাপতি পদে একক প্রার্থী দেখতে চায়। এই নেতা দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রেখে দল পরিচালনা করে যাচ্ছেন। তাই সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প অন্য কেউ হতে পারে না বলে অভিমত আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা অধিকাংশ নেতা-কর্মীর।

সর্বাধিক পঠিত