• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

রোজাদারের জন্যে বেহেশতের রাইয়্যান নামক দরজা

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২২, ১৩:০০ | আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩:০১
এএইচএম আহসান উল্লাহ্
প্রিন্ট

বুখারী ও মুসলিম শরীফে যৌথভাবে বর্ণিত রয়েছে, হযরত সাহল বিন সায়াদ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (দঃ) ইরশাদ করেছেন, বেহেশতের আটটি দরজা রয়েছে। তার মধ্যে ‘রাইয়্যান’ নামে একটি দরজা আছে। যেটি দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ্! আল্লাহ আমাদেরকে ‘রাইয়্যান’ নামক দরজা দিয়ে বেহেশতে প্রবেশের মতো উপযুক্ত রোজাদার হিসেবে কবুল করুন।
হাদিস বিশারদ ও বিশ্লেষক আল্লামা যুরকানী (রঃ) বলেন, ‘রাইয়্যান’ শব্দটি মুবালাগার শব্দ, যার অর্থ কাছিরুর রাইয়ে অর্থাৎ ক্ষুৎপিপাসামুক্ত। এটাকে এ নামে নামকরণ করার কারণ হলো এটা শুধু রোজাদারদের জন্য বরাদ্দ করা হয়েছে। রোজাদাররা রমজান শরীফের রোজা রেখে ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই মহান রাব্বুল আলামিন তাঁর বান্দার প্রতি মেহেরবান হয়ে পরকালের অনন্ত জীবনে বেহেশত তো দান করবেনই উপরন্তু ‘রাইয়্যান’ দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করাবেন। যেনো এই বান্দারা অনন্তকাল ক্ষুধা ও পিপাসামুক্ত থাকে।