• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১১:২৩ | আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামে মাদকাসক্ত সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেনকে পুলিশে দিলেন তার স্ত্রী পিনু বেগম। সোমবার সন্ধ্যায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পিনু বেগম জানান, আমার স্বামী মাদকাসক্ত। সে প্রতিদিন নেশা করে বাড়িতে এসে আমাকে ও আমার সন্তানদের প্রায়ই মারধর করে। ঘটনার দিন সোমবার আমার এবং আমার ছেলের নিকট মাদক কেনার জন্যে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় আমাকে ও আমার ছেলেকে মারধর করে দা দিয়ে কোপানোর জন্যে দৌড়ে আসে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে তার হাত থেকে উদ্ধার করে। পরে আমি কচুয়া থানাকে বিষয়টি অবগত করে পুলিশের সহযোগিতা চাই।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, নিপু বেগমের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক উপ-পুলিশ পরির্দশক মামুনুর রশিদ সরকারকে ঘটনাস্থলে পাঠিয়ে মাদকাসক্ত বিল্লাল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মঙ্গলবার তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত