• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আদালতের নির্দেশে ৩নং কল্যাণপুর ইউনিয়নে জেলে চাল বিতরণ

প্রকাশ:  ১৬ জুলাই ২০২২, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অবশেষে আদালতের নির্দেশে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়নের বরাদ্দকৃত জেলে চাল(ভিজিএফ চাল) বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই সারাদিন ইউনিয়ন পরিষদে ৬২০ জন জেলের মাঝে সেই চাল বিতরণ করা হয়।কিন্তু এর মধ্য ৩২ জন জেলে চাল পায়নি বলে একটি সূত্রে জানা যায়।
বিতরণ কার্যক্রমের সময় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত চাঁদপুর সদর, এসিল্যান্ড সদর,মডেল থানার এসআই শাহরিন,ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাটকা আহরনে বিরত থাকার জন্য কল্যাণপুর ইউনিয়নে যে পরিমান বিজিএফের চাল সরকার বরাদ্দ দিয়েছিলো। তার মধ্যে ৮২ বস্তা চাল পরিষদে কম পাওয়া যায়। পরে আত্মসাৎতের অভিযোগে এ ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে গত ১৮ মে সদর থানায় মামলা হয়।যার জিআর মামলা নং ৩০৪,২২। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে রাখা সেই চালের দুটি গুদাম সিলগালা করে দেয় প্রশাসন।পরে আদালত গুদামে থাকা ৯৯২ বস্তা চাল ৬২০ জন তালিকাভুক্ত জেলেদের মাঝে বিতরণের জন্য আদেশ দেন।

সর্বাধিক পঠিত