• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্ত্রীদের সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

প্রকাশ:  ১৭ জুলাই ২০২২, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পর পর দুই বিয়ে করে কোনো স্ত্রীকে কাছে না পেয়ে মাহবুব আলম (৪৫) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে নিহতের আত্মীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন। শুক্রবার সকালে হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উত্তরপাড়া বকাউল বাড়ির নিহতের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। একই দিন ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠায় পুলিশ। পরিবারের ধারণা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মাহবুব গলায় ফাঁস দেয়। ঘটনার সময় তার কোনো স্ত্রী-সন্তান বাড়িতে ছিলেন না।
খোঁজ নিয়ে জানা যায়, মাহবুব পাঁচ বছর পরে কাতার থেকে দেশে আসেন। এরপরেই তার প্রথম স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে উধাও হয়ে যায়। এক পর্যায়ে প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন মতলবের খাদেরগাঁও গ্রামে। গত কয়েক মাস ধরে দ্বিতীয় স্ত্রী মাহবুবের কাছে আসছেন না। মূলত সেই থেকে তিনি স্ত্রীদের সঙ্গে অভিমান করে ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন মাহবুব। তারা পাঁচ ভাই। সবার পৃথক সংসার। দ্বিতীয় স্ত্রী গত সাত-আট মাস ধরে বাবার বাড়িতে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, প্রবাস থেকে আসার পর প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। পরের স্ত্রীও তার বাড়িতে আসছে না। সেই সাথে তিনি অর্থ সংকটে ভুগছিলেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, শুক্রবার সকালে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি।

 

সর্বাধিক পঠিত