• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২২, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কালিরবাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৩ আগস্ট  এ অভিযান পরিচালনা করে জরিমানা  আদায় করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা। ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দাম রাখায় তিনি এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছা  জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর  ৩৭, ৩৮ ধারা মোতাবেক ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দাম রাখায় কালিরবাজারের সার ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়াকে ৫০ হাজার টাকা, সার ব্যবসায়ী মোঃ ফখরুল আলমকে  ৫০ হাজার টাকা ও মোঃ জহিরুল ইসলাম বকুলকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, এস আই বরকতসহ সঙ্গীয় ফোর্স।