• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্যবসায়ী মাইনুল ইসলাম কিশোরের স্ত্রীর কুলখানি

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম তাজুল ইসলাম তাজু হাজীর বড় পুত্রবধূ এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক ও চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক পুরাণবাজার আজমিরী রাইস মিলের মালিক মোঃ মাইনুল ইসলাম কিশোরের স্ত্রী মরহুমা সানজিদা বেগম সোমার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর রোববার বাদ জোহর মরহুমার রুহের মাগফেরাত কামনা করে পুরাণবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ খাজা আহমদ উল্লাহ। উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মুফতি মাওঃ তোহা খান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুর রহমান রিজু, সাবেক পরিচালক ফয়সাল চৌধুরী, মরহুমার স্বামী মাইনুল ইসলাম কিশোর, দেবর ব্যারিস্টার জহির উদ্দিন, ছেলে পিওম ও বাঁধনসহ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন।
তিনি গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ন’টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।