• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর কোস্টগার্ডের সফল অভিযান

৯ কোটি টাকা মূল্যের ২৫ লাখ মিটার অবৈধ করেন্ট জাল জব্দ

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদরের পুরাণবাজার রঘুনাথপুর এলাকায় কোস্টগার্ড এক সফল অভিযান পরিচালনা করে। এতে যাত্রীবাহী ইজিবাইকে করে অন্যত্র নেয়ার পথে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করতে সক্ষম হয় কোস্টগার্ড। গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় কোস্টগার্ড বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় ৩টি যাত্রীবাহী ইজিবাইক থেকে আনুমানিক ২৫ লক্ষ ৮০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৩ লাখ টাকা। অভিযানে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বাধিক পঠিত