• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইকোর্ট থেকে জামিন পেলেন ইউসুফ গাজী

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ গতকাল সোমবার ইউসুফ গাজীকে এক বছরের জন্য জামিন দেন। সংশ্লিষ্ট বিশ^স্ত সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তবে তিনি জামিন পেলেও তিনি তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে উচ্চ আদালতে আইনি কোনো পদক্ষেপ নেবেন কি না তা জানা যায় নি। 
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজীর বিরুদ্ধে খুলনার একটি আদালতে অনেক পুরানো একটি মামলায় তাঁর সাজা হয়। এ কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়। এই বাতিলের বিরুদ্ধে তিনি আইনি প্রতিকার পেতে খুলনার আদালতে গত ২০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেল হাজতে পাঠায়। সাতদিন কারাভোগের পর তিনি গতকাল জামিনে মুক্তি পান।