• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গ্রেফতারের দুই মাস পর জামিন পেয়ে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বপন মাহমুদ।
২৫ সেপ্টেম্বর রোববার তিনি জামিনে কারাগার থেকে বের হন। এ সময় জেল গেটে পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পত্তিগত বিরোধে মারামারির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেন প্রতিপক্ষরা। এই মামলার পর কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয় বলে জানা যায়।
উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর ওইদিন বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, গত ১৯ জুন চাঁদপুর সদর মডেল থানায় সম্পত্তিগত বিরোধে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংড়া গ্রামের জামাল কাজীর ভাই সফিকুল ইসলাম চাঁদপুর মডেল থানায় স্বপন মাহমুদকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় গত ১৪ জুলাই স্বপন মাহমুদকে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেন যাত্রাবাড়ি থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সর্বাধিক পঠিত