• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এখন নদীতেও গজার ধরা পড়ছে

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২২, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুর নৌ সীমানার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের বদলে পাঙ্গাশ, বোয়াল, আইড়ের পর এখন গজার মাছও ধরা পড়ছে। মঙ্গলবার বেলা ১২টার সময় শহরের বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায় নদীতে ধরা পড়া গজার মাছ ওজনে বিক্রি করা হচ্ছে। রব চোকদার আড়তে চাপ জালে ধরা পড়া দুই থেকে আড়াই কেজি ওজনের ৫-৬টি গজার মাছ মুহূর্তের মধ্যে ব্যবসায়ীরা কিনে নিয়েছে। জিজ্ঞেস করতেই আড়ৎ থেকে বলা হয়, বড়স্টেশন মোলহেড এলাকায় স্থানীয় জেলেদের চাপ জালে এই মাছ পাওয়া যায়। সাধারণ গজার মাছ পুকুরে হয়। সেই মাছ এখন নদীর জালেও ধরা পড়ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান। 

সর্বাধিক পঠিত