• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিদ্যালয়টির জন্যে আট তলা ভবন অনুমোদন হয়েছে : ডাঃ জেআর ওয়াদুদ টিপু

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গণি মডেল উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি অতি পুরাতন। দেশের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে এই বিদ্যালয়টির অনেক ছাত্র। বিদ্যালয়টির জন্যে অতি দ্রত ৮ তলা ভবন অনুমোদন হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন।  
বিকেল ৩টায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আমিনুর রহমান। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া পরিচালক নাজির আহম্মদ।

 

সর্বাধিক পঠিত