• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরের গোস্তের দোকান ও বিরিয়ানি হাউজকে জরিমানা

প্রকাশ:  ০৭ মার্চ ২০২৩, ১৮:৫১ | আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত সোমবার (৬ মার্চ) বিকেলে শহরের পালবাজার ও পাল বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুর শহরের পালবাজারে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত দামে গরুর গোস্ত বিক্রি ও ভাসি বিরিয়ায়ানি পাওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর। গত সোমবার (৬ মার্চ) বিকেলে শহরের পালবাজার ও পালবাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পালবাজার মোড় এলাকার জিহাদ শাহী বিরানী হাউজে পরিস্কার পরিচ্ছন্নতা না থাকা এবং বাসি বিরিয়ানি পাওয়ায় ২০ হাজার টাকা এবং পালবাজারের খোরশেদ গাজীর গোস্তের দোকানকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

 তিনি আরো জানান, জরিমানার পাশাপাশি এসব ব্যবসা প্রতিষ্ঠানকে পরবর্তীর জন্য সতর্ক করে দেয়া হয়।সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার ও চাঁদপুর জেলা পুলিশ ।

সর্বাধিক পঠিত