• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ:  ২১ মার্চ ২০২৩, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আদর্শে স্পন্দিত মুজিব, চেতনায় মুক্তিযুদ্ধ’ এই স্লোগানে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা দেড় দশকে পদার্পণ উদ্যাপন করেছে। ২০ মার্চ সোমবার চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে এ অনুষ্ঠান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সাংস্কৃতিক সংগঠক  সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি  তপন সরকার, সংগঠনের উপদেষ্টা, কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য  রাখেন সহ-সভাপতি কেমএম মাসুদ, উজ্জ্বল হোসাইন, কার্যকরী সদস্য আবু সায়েম, মোঃ আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন কবি তছলিম হোসেন হাওলাদার, কবি ইকবাল পারভেজ, বহরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষবৃন্দ। সংগঠনের  উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, খোদেজা মাহাবুব, জোহরা বেগম, সমাজকল্যাণ সম্পাদক আহসান কনক, কোষাধ্যক্ষ ফাতেমা আক্তারসহ সংগঠনের শিল্পী, কলাকুশলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে অতিথি, সংগঠনের সদস্যসহ সকলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।