• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আমরা আলোকিত নারী

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৩, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। সেই সাথে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীর পাশেও দাঁড়িয়েছে চাঁদপুরের আমরা আলোকিত নারী সংগঠন। চাঁদপুর আমরা আলোকিত নারীর পক্ষ থেকে বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী কমিটিকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল বিকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন আমরা আলোকিত নারী সংগঠনের প্রেসিডেন্ট ও লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ শারমিন আক্তার জুঁই। তিনি জানান, আমরা আলোকিত নারী একটি নারী উদ্দ্যোক্তা সংগঠন। এটি মানবিক সংগঠনের কিছুটা পরিচয় ইতিমধ্যে দেয়া হয়েছে। এ সংগঠনের মাধ্যমে চাঁদপুরের পিছিয়ে পরা নারীদের সাবলম্বী করার পাশাপাশি সামাজিক কর্মকান্ডও চালিয়ে আসছে। করোনা মহামারী থেকে শুরু করে বৈশ্বিক সংঙ্কটের সময়ও এ সংগঠন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শারমিন আক্তার জুঁই আরো জানান, বর্তমানে ঈদের আগে বঙ্গবাজারের এ রকম অগ্নিকান্ড সত্যিই মর্মান্তিক। এ সময় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করেছি। তাই এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এ সময় তিনি সবার কাছে দোয়া ও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্যেও আহবান জানান।

সর্বাধিক পঠিত