• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে প্রাচীর নির্মাণ

প্রকাশ:  ০৪ মে ২০২৩, ১১:০৭ | আপডেট : ০৪ মে ২০২৩, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলার খাকবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রব খানের ছেলে মোশারফ হোসেন খান গংদের বিরুদ্ধে ভুক্তভোগী এ বিষয়ে গত ২৮ এপ্রিল হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরও নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি ভুক্তভোগী বুধবার সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

হাজীগঞ্জ থানায় আভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আজাদ রহমান মাসুদ মজুমদার খাটরা বিওয়াই মৌজার ৭৫৩ দাগের মৃত আব্দুর রব তালুকদারের ওয়ারিশ মানছুরা খাতুন থেকে ৮ শতাংশ ভূমি ক্রয় করে। যার দলিল নং ৯৬৪০ /২০১০। মাসুদ রহমানের চৌহদ্দিকৃত সম্পত্তি বেদখল করার চেষ্টা করলে তিনি বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন, মামলা নং ৪২ /২০১৪।  আদালত গত ২৮/১১/২০১৬ তারিখে নিষেধাজ্ঞা ডিক্রি দেয়। প্রতিপক্ষ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল মামলা করেন। বর্তমানে আপিল মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্তু প্রতিপক্ষ আপিল মামলাটির নিস্পত্তি না হওয়ার আগেই সীমানা প্রাচীর নির্মাণ শুরু করছেন।

মোশারফ হোসেন খান জানান, আমরা শুধু সীমানা প্রাচীর নির্মাণ করছি। ঘর তৈরি করছি না। আদালত অবমাননা হচ্ছে কিনা আমার জানা নেই।

ভুক্তভোগী আজাদ রহমান মাসুদ মজুমদার জানান, আমার ক্রয়কৃত সম্পত্তিতে মোশারফ হোসেন খান ও তার দলবল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। আমি থানায় অভিযোগ করেছি। কিন্তু তারপরও তারা কাজ বন্ধ করছে না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা উপ পরিদর্শক (এস আই)  আব্দুর রহমান বলেন, অভিযোগ পেয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে। আমার জানা মতে কাজ বন্ধ রয়েছে। আগামী শনিবার দু পক্ষকে নিয়ে বসার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত