• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সব্যসাচী লেখক হিসেবে ডাঃ পীযূষ সংবর্ধিত

প্রকাশ:  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, নাটক ও গানসহ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে সমান দক্ষতার পরিচয় দিয়ে চলছেন চাঁদপুরে বসবাসকারী চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। সেজন্যে তাঁকে সব্যসাচী লেখক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল (জেলা-৩২৮, বাংলাদেশ)-এর শাখা ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল সংবর্ধনা জ্ঞাপন করেছে।
গতকাল শুক্রবার (৭ জুলাই ২০২৩) চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর মিলনায়তনে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এতে ক্লাবের সদ্য সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদা খানমের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার (স্বাধীনতা পদক) প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ-এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত ও বর্তমান ডেপুটি গভর্নর রোটাঃ নাসির উদ্দিন খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের নবাগত সভাপতি রোটাঃ অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন।
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি তাসলিমা সুলতানা মুন্নীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাগত সভাপতি মিতু আক্তার ও সেক্রেটারী আফরোজা পারভীন। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, সাবেক সভাপতিদের মধ্যে মুক্তা পীযূষ, তাসনুভা রহমান তন্বী, সদ্য সাবেক সেক্রেটারী ডালিয়া খানম, সদস্যদের মধ্যে অধ্যক্ষ খোদেজা বেগম, অধ্যাপক ফাহমিদা খানম, প্রভাষক রূপালী আক্তার, প্রীতি রাণী সাহা, তানিয়া ইশতিয়াক খান, রাবেয়া বেগম, পুতুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত