• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চলতি মাসে শুরু হচ্ছে প্রমীলা ও জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি মাসেই শুরু হচ্ছে প্রথমবারের মতো আন্তঃউপজেলা প্রমীলা ও ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও প্রথমবারের মতো আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র রায়, ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান প্রমুখ।
অনুষ্ঠানে সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো শুরু হতে পারে। সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়, জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ২৫ হাজার টাকাসহ ট্রফি দেয়া হবে। প্রতিটি উপজেলা দলে ৫ জন বিদেশি খেলোয়াড় ও বাকি ৬ জন স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবে।

 

সর্বাধিক পঠিত